জেএসসি ও জেডিসি শুরু, পরীক্ষার্থী ১৯ লাখ

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়ার দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ (বৃহস্পতিবার) থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে জেএসসি’র ইংরেজি ১ম পত্র ও জেডিসি’র আরবি ২য় পত্র সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়েছে।
এবারের জেএসসি পরীক্ষায় ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে তিন লাখ ১৫ হাজার ৪৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন।
উল্লেখ্য, ৪ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরুর কথা থাকলেও টানা তিন দিনের হরতালের কারণে তা পিছিয়ে দেয়া হয়।