জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনীর ফলাফল ৩০ ডিসেম্বর


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ২১, ২০১৪, ১১:১৮ পূর্বাহ্ন / আপডেট: জুন ১০, ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ন /
জেএসসি ও প্রাথমিক শিক্ষা সমাপনীর ফলাফল ৩০ ডিসেম্বর

২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর প্রকাশিত হবে। আজ (রবিবার) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত নভেম্বর মাসে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের এই দুই পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর আগে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, ২৮ কিংবা ২৯ ডিসেম্বর ফলাফল ঘোষণার জন্য দরকারি প্রস্তুতি নেওয়া হয়েছে।

Rate this post