২০১৬ সালের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল আজ (২৯ ডিসেম্বর ২০১৬) প্রকাশিত হয়েছে।
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৯৮.৫১ শতাংশ ও ইবতেদায়িতে ৯৫.৮৫ শতাংশ। প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৯৮ জন। আর ইবতেদায়ীতে ৫ হাজার ৯৪৮ জন।
জেএসসি-জেডিসিতে পাশের হার ৯৩.০৬ শতাংশ।
ফলাফল পাওয়া যাবে এসএমএস ও ওয়েবসাইটে :
প্রাথমিক : যে কোনো মোবাইলে DPE লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে জানা যাবে প্রাথমিক সমাপনীর ফল।
ইবতেদায়ি : ইবতেদায়ির ফল পেতে EBT লিখে স্পেস দিয়ে থানা/উপজেলার কোড নম্বর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
জেএসসি : JSC <Space> BOARD CODE (বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর) <Space> ROLL <Space> 2016”
জেডিসি : JDC রেজাল্ট জানতে “JDC<Space> MAD <Space>ROLL”
গত বছরের পাশের হার :
২০১৫ সালে এ পরীক্ষায় প্রাথমিকে ৯৮.৫২ শতাংশ ও ইবতেদায়ীতে ৯৫.১৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এই হিসাবে এবার ইবতেদায়ীতে পাস বাড়লেও প্রাথমিকে সামান্য কমেছে।
জেএসসি, জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ির ফলাফল যেভাবে
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review