২০২২ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না। তবে গত ২ বছরের মতো ক্লাস মূল্যায়নের মাধ্যমে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় পাস করে ৯ম শ্রেণিতে উঠতে হবে। ৮ম শ্রেণিতে পাস করা শিক্ষার্থীদের সনদ দেয়া হবে।
Advertisement
Advertisement
৫ জুন ২০২২ তারিখে এই ব্যাপারে নিশ্চিত করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষাক্রম অষ্টম শ্রেণিতে বাস্তবায়ন শুরু হবে ২০২৪ সালে। নতুন শিক্ষাক্রমে জেএসসি পরীক্ষা নেই। সুতরাং আগামী বছরও (২০২৩ সালে) জেএসসি পরীক্ষা নেওয়ার কোনো কারণ নেই। উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের আওতায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ দেওয়ার বিষয় নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
Advertisement
এর আগে, গত ২৯ মে ২০২২ (রবিবার) বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছিলেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জেএসসি-জেডিসি পরীক্ষা না নেয়ার ব্যাপারে মতামত জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। এর পরও যদি সরকার জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
Advertisement
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি জানান, ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর নভেম্বরে এসে ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া অনেক কষ্টকর হবে।
Advertisement
Advertisement
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি আরো জানিয়েছিলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করে এই দুই পরীক্ষার আয়োজন করতে গেলে শিক্ষা বোর্ডগুলোর জন্য তা হবে অত্যন্ত কষ্টকর। তাই চলতি বছরেও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে শিক্ষাবোর্ডগুলো।
- Advertisement -
উল্লেখ্য, করোনার কারণে ২০২০ সালের মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রায় ১৮ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে গত ২ বছর জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা নেয়া হয়নি।
- Advertisement -
আরো পড়ুন : চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষাও হবে না
- Advertisement -
- Advertisement -
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
জেএসি পরীক্ষা না হলে ভালো হতো।