জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ ৮ জানুয়ারির মধ্যে


এডু ডেইলি ২৪ প্রকাশ: জানুয়ারি ১, ২০১৪, ২:৫৭ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৯ অপরাহ্ন / ৪৯
জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণ ৮ জানুয়ারির মধ্যে

২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় যারা কাঙ্ক্ষিত ফল পায়নি, তারা চাইলে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করতে পারবে।
এসএমএসের মাধ্যমে পুনঃ নিরীক্ষণের আবেদন করতে হবে ৮ জানুয়ারি ২০১৪ তারিখের মধ্যে। আবেদন করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে Rsc। এরপর স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (যেমন- ঢাকা বোর্ড হলে লিখতে হবে Dha) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারও স্পেস দিয়ে বিষয় কোড লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ : Rsc Dha 123456 101
একই এসএমএসে একাধিক বিষয়ের পুনঃনিরীক্ষণ আবেদনও করা যাবে। এ ক্ষেত্রে প্রতিটি বিষয় কোডের পর কমা (,) ব্যবহার করতে হবে। শুধু টেলিটকের প্রিপেইড সংযোগ থেকে আবেদন করা যাবে। প্রতিটি বিষয়ে আবেদন ফি ১২৫ টাকা।

Rate this post