জেএসসি পুন:নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া চলছে। ৩ জানুয়ারি ২০১২ তারিখ পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। আবেদন করতে হবে এসএমএসের মাধ্যমে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে বিষয় কোড লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
মেসেজ ফরমেট হবে ঠিক এই রকম: RSC Dha 1234 101
প্রতিটি বিষয়ের পুন:নিরীক্ষণের ‘আবেদন ফি’ বাবদ মোবাইল থেকে ১২৫ টাকা কেটে রাখা হবে। একাধিক বিষয়ের জন্যও আবেদন করা যাবে।
জেএসসি পুন:নিরীক্ষণ ৩ জানুয়ারির মধ্যে
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review