জেএসসি সার্টিফিকেট পেতে ফরম পূরণ করতে হবে


এডু ডেইলি ২৪ প্রকাশ: জানুয়ারি ১৯, ২০২১, ৮:০৩ পূর্বাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন /
জেএসসি সার্টিফিকেট পেতে ফরম পূরণ করতে হবে

২০২০ শিক্ষাবর্ষের জেএসসি সার্টিফিকেট পেতে ফরম পূরণ বা রেজিস্ট্রেশন করতে হবে। করোনার কারণে জেএসসি পরীক্ষা হয়নি, অটো পাশের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা নবম শ্রেণিতে উঠেছে। কিন্তু পরীক্ষা না হওয়ায় অন্য সব বছরের মতো জেএসসি সার্টিফিকেট দেয়া হয়নি। এই সার্টিফিকেট ভিন্ন প্রক্রিয়ায় দেয়া হবে, কোনো নম্বরপত্র (মার্কশিট) দেয়া হবে না। এর জন্য অনলাইনে ফরম পূরণ করতে হবে।

সার্টিফিকেট পেতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ করাতে হবে। অনলাইনে যারা এ ফর্ম পূরণ করবে না তাদের সার্টিফিকেট দেয়া হবে না। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা বা ফি নেয়া যাবে না।

১৭ জানুয়ারি (রবিবার) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-
করােনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থতি বিবেচনায় ২০২০ সালের জেএসসি/জেডিসি পরীক্ষা গ্রহণ না করে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ণের ভিত্তিতে নবম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। ইতােমধ্যে এসকল শিক্ষার্থীদের জেএসসি/জেডিসি পরীক্ষার উত্তীর্ণ-সনদ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শিক্ষার্থীদের জেএসসি/জেডিসি পরীক্ষার উত্তীর্ণ-সনদ প্রদানের লক্ষ্যে Online এ ফরম পূরণের নিয়মাবলি নিম্নে উল্লেখ করা হলাে :
১। Online এ শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা (probable list) প্রদর্শন :
শিক্ষার্থীদের তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বাের্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) ২১/০১/২০২১ তারিখে দেয়া হবে।
উক্ত সম্ভাব্য তালিকা হতে ২৩/০১/২০২১ থেকে ৩১/০১/২০২১ তারিখের মধ্যে Online এ নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফরম পূরণ (eFF) সম্পন্ন করতে হবে।

(ক) প্রতিষ্ঠানসমূহকে ঢাকা বাের্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS eFF এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী ১elect করতে হবে।

(খ) উক্ত হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত শিক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত Probable |st থেকে ১elect করতে হবে।
(গ) Temporary List Print করে ভালভাবে যাচাই/বাছাই করে প্রয়ােজন হলে ১elect/ Unselect করা যাবে।

(ঘ) Final Candidate List Print করে প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন।
(ঙ) Final submit বাটন এ ক্লিক করে অবশ্যই Final submit করতে হবে। অন্যথায় ফরম পূরণ সম্পূর্ণ হবে না।
(চ) Final submit সম্পূর্ণ না হলে উত্তীর্ণ-সনদ দেয়া হবে না।

>> জেএসসির সার্টিফিকেট পেতে ফরম পূরণ সংক্রান্ত ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তির লিংক : https://dhakaeducationboard.gov.bd/data/20210117170401750143.pdf

Rate this post