২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরাক্ষার বাংলা ২য় পত্রের সাজেশন।
রচনামূলক ( মান : ৩০ নম্বর)
# সারাংশ ও সারমর্ম দুটি থেকে যে কোন একটি দিতে হবে। নম্বর:০৫
সারাংশ/ভাব-সংকোচন:
** ১. কোথা থেকে এসেছে আমাদের —— জন্ম হয়েছে বাংলা ভাষার। পৃষ্ঠা- ৯৩
* * ২. আনন্দ প্রকাশ জীবনীশক্তির………. আঙ্গিকের শিল্পকলা পৃ- ৯৩
*** ৩. বাঙালি যেদিন ঐক্যবদ্ধ…………. মৃতু্যপ্রায় করে রাখে। পৃ- ৯৩
*** ৪. একজন মানুষ………….. মনুষ্যত্বের পরিচয়। পৃ- ৯৪
* ** ৫. সূর্যের আলোতে…………… আমরা মানুষ হয়ে উঠি। পৃ- ৯৪
সারমর্ম:
** ১. নমঃ নমঃ নমঃ……………… আসে জল ভরে। পৃ- ৯৪
** ২. ভদ্র মোরা……… সকল বাধাহীন পৃ- ৯৫
*** ৩. এই যে বিটপী ……………… ঠঁাই নহে অবনত। পৃ- ৯৫
*** ৪. সাম্যের গান গাই∏……………. লেখা নাই তার পাশে। পৃ- ৯৬
*** ৫. হে সূর্য……….. মনে হয় দামি। পৃ- ৯৭
# ভাবসমপ্রসারণ (দুটি থেকে একটি দিতে হবে): নম্বর: ০৫
*** ১. এ জগতে হায়—– রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। পৃ- ৯৭
** ২. করিতে পারি না কাজ…….পাছে লোকে কিছু বলে। পৃ- ৯৮
*** ৩. বিশ্বে যা কিছু মহান……………. অর্ধেক তার নর। পৃ- ৯৮
** ৪. আমার ভাইয়ের রক্তে………….ভুলিতে পরি। পৃ- ৯৮
** ৫. জন্মিলে মরিতে হবে—–হয় রে জীবন নদে। পৃ- ৯৯
*** ৬. বাংলার ইতিহাস এ দেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। পৃ- ৯৯
* ৭. সঙ্গ দোষে লোহা বাসে। পৃ- ১০০
** ৮. লোভে পাপ, পাপে মৃত্য। পৃ- ১০০
** ৯. জ্ঞানহীন মানুষ পশুর সমান। পৃ- ১০০
**১০. একতাই বল। পৃ- ১০০
# যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও: নম্বর: ০৫
অনুচ্ছেদ:
** ১. বাংলা নববর্ষ
** ২. একজন ফেরিওয়ালা
*** ৩. একুশের বইমেলা
**৪. ট্রেনে ভ্রমণ
*** ৫. বিজয় দিবস
*** ৬. কর্মমুখী শিক্ষা
অনুধাবন শক্তি পরীক্ষা:
যেকোনো একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে এবং নিচে ৩/৪টি প্রশ্ন থাকবে। অনুচ্ছেদটি ভালোভাবে পড়ে নিজের ভাষায় উত্তর লেখার চষ্টো করবে। তবে এজন্য বাংলা প্রথম পত্রের গদ্যের অধ্যায়গুলো খুব ভালোভাবে পড়তে হবে। পাশাপাশি পত্রিকাসহ গল্পের বই পড়া থাকলে কাজে লাগতে পারে।
# ব্যক্তিগত পত্র/ আবেদনপত্র/ নিমন্ত্রণ পত্রের জন্য (দুটি থেকে একটি দিতে হবে)। নম্বর: ০৫
ব্যক্তিগত পত্র:
*** ১. মনে কর তোমার নাম নিবিড়। তোমার বন্ধুর নাম রাহুল। সে খুলনায় থাকে। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উলে্লখ করে তার কাছে একটি পত্র
লেখ। পৃ- ১০২
** ২. তোমার বন্ধু মুমতাহিনার মা হঠাত্ মারা গেছেন। তাকে সান্ত্বনা জানিয়ে একটি চিঠি লেখ। পৃ- ১০৩
* ** ৩. মনে কর তোমার ছোট ভাই ষষ্ঠ শ্রেনিতে পড়ে। তাকে Èপরীক্ষায় অসুদপায় অবলম্বন ব্যক্তি তথা জাতির জন্য হুমকিস্বরূপ’ এই মর্মে একটি পত্র
লেখ। পৃ- ১০৪
*** ৪. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার ছোট বোন বনানীকে একটি চিঠি লেখ। পৃ- ১০৫
আবেদনপত্র:
*** ১. মনে কর, তোমার নাম প্রত্যয়। অষ্টম শ্রেণিতে তোমার রোল নম্বর ০৩। হঠাত্ করে তোমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলেই তোমার
লেখাপড়া বন্ধ হয়ে বসেছে। এ অবস্থায় বিদ্যালয়ে ছাত্রকল্যাণ তহবিল হতে সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানি
আবেদনপত্র লেখ। পৃ- ১০৬
** ২. শিক্ষাসফরে গুরুত্ব উলে্লখ করে তোমার স্কুলের প্রধান শিক্ষকের নিকট শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র লেখ। পৃ- ১০৭
*** ৩. মনে কর, তোমার বাবা একটি ব্যাংকে চাকরি করেন। সমপ্রতি তোমার বাবার বদলি হয়েছে। তাই তোমাকেও তার সাথে চলে যেতে হবে। এজন্য
তোমার স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন পত্র রচনা কর। পৃ- ১০৮
*** ৪. ধর, তুমি পাতাবাহার উচ্চ বিদ্যালয়, দনিয়া, ঢাকার অষ্টম শ্রেণির ছাত্র। তোমার স্কুলে একটি Èবিজ্ঞান ক্লাব’ গঠনের অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের
নিকট একখানি আবেদনপত্র লেখ। পৃ- ১০৯
নিমন্ত্রণ পত্র:
***১. তোমার স্কুলে Èনজরুল জন্মজয়ন্তী’ উদ&যাপন উপলক্ষে একটি আমন্ত্রণ পত্র রচনা কর। পৃ- ১১০
** ২. ধর, তোমার পাড়ায় Èআঞ্চলিক মৈত্রী সংঘ’ নামে একটি ক্লাব আছে। ক্লাবের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদ&যাপন উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র রচনা
কর। পৃ- ১১১
# যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা কর (তিনটি থেকে একটি দিতে হবে): নম্বর:১০
** ১. বাংলাদেশের ষড়ঋতু পৃ- ১১২
** ২. বাংলা নববর্ষ পৃ- ১১৪
** ৩. মুক্তিযুদ্ধ যাদুঘর পৃ- ১১৯
** ৪. আমার ছেলেবেলা পৃ- ১২২
** ৫. বাংলাদেশের কৃষক পৃ- ১২৩
*** ৬. দৈনন্দিন জীবন ও বিজ্ঞান পৃ- ১২৫
*** ৭. ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য পৃ- ১২৬
** ৮. শ্রমের মর্যাদা পৃ- ১২৮
*** ৯. অধ্যবসায় পৃ- ১৩৩
*** ১০.স্বদেশপ্রেম পৃ- ১৩৫
বি.দ্র.
প্রিয় পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র রচনামূলক পরীক্ষার জন্য বোর্ডের ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইটি ভালোভাবে পড়বে। তবে পাশাপাশি ভাবসমপ্রসারণ, সারাংশ/সারমর্ম, পত্র ও প্রবন্ধ রচনায় ভালো নম্বর পাওয়ার জন্য অষ্টম শ্রেণির ড. হায়াত্ মামুদের Èভাষা-শিক্ষা: বাংলা ভাষার ব্যাকরণ ও রচনা রীতি’সহ অন্যান্য লেখকের ভালোমানের বইয়ের সহায়তা নিতে পার। সারাংশ/সারমর্ম লেখার সময় তিনটি বাক্যে লেখা উত্তম। বোর্ড বইয়ে এর বেশি বাক্য থাকলে কমা ব্যবহার করে এবং সংযুক্ত অব্যয় ( ও/ এবং/আর ) ব্যবহার করে তিনটি বাক্যে সম্পন্ন করতে হবে। আর ভাবসম্প্রসারণে উদাহরণসহ তিনটি/চারটি প্যারায় উত্তর লেখার চষ্টো করবে। প্রবাসী বন্ধুর কাছে চিঠি লেখার কথা থাকলে পত্র লেখার শেষে অবশ্যই খাম অংকন করে ইংরেজিতে (প্রতীকী) ঠিকানা লিখবে। আবেদনপত্র আসলে আধুনিক পদ্ধতিতে সব বাম পাশে শুধু এক পৃষ্ঠায় লিখবে। উলে্লখ্য, প্রশ্নে যদি কোন নাম ও ঠিকানা উলে্লখ করে দেয়, তাহলে ঐ নাম ও ঠিকানা অবশ্যই লিখতে হবে। আর তা না লিখলে নম্বর কম পাবে। আর নিমন্ত্রণ পত্র দিতে হলে সুধী সম্বোধন করে অনুষ্ঠানসূচি (সময়, স্থান, তারিখ) উলে্লখ করে পত্র লিখতে হবে এবং শেষে খাম দিতে হবে। ব্যক্তিগত পত্রের চেয়ে আবেদনপত্র লিখলে তুলনামূলক বেশি নম্বর পাওয়া যেতে পরে। তাই এটি আসলে নিয়ম অনুযায়ী লেখার চষ্টো করবে। অনুচ্ছেদ লেখার সময় উলি্লখিত বিষয়টি কী (সংজ্ঞায়ন), কে, কখন, কোথায়, কেন, কীভাবে, কিছু ভালো দিক ও মন্দ দিক আলোচনা করে ইতিবাচক কথায় মূল্যায়ন করে এক প্যারায় সম্পন্ন করতে হবে। আর প্রবন্ধ রচনায় বেশি নম্বর পেতে হলে প্রসঙ্গক্রমে বিভিন্ন কবিতার চরণ ও উদ্ধৃতি দিতে হবে এবং বিভিন্ন পরিসংখ্যানের তথ্যসূত্র (যেমন: বাংলাদেশ পরিসংখ্যান বু্যরো, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন দিবসের ক্রোড়পত্র, বিভিন্ন দৈনিক পত্রিকার রিপোর্ট, বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা জার্নাল, বি.বি.সি, সি.এন.এন. ইত্যাদি) তারিখসহ সাল উলে্লখ করতে হবে। সব উত্তরে হাতের লেখা ভালো করার চষ্টো করবে। আধুনিক বানান বাদ দিয়ে পুরাতন বানান না লেখাই ভালো। যেমন: Èরূপসী’ আধুনিক বানান আর Èরূপসী’ পুরাতন বানান। উল্লেখ্য, তোমাদের জন্য এন.সি.টি.বি. কর্তৃক প্রদত্ত বানান অনুসরণ করাই উত্তম হবে। প্রত্যেক উত্তরের শেষে সমাপ্তি চিহ্ন (——) দিয়ে সবশেষে রিভিশন দেওয়ার চষ্টো করবে। কেননা এত অনেক ভুল সংশোধিত হওয়ার সুযোগ থাকে। আর নৈর্ব্যক্তিক উত্তর পত্রে নির্দেশ অনুযায়ী সঠিকভাবে টিক চিহ্ন দিবে। একই প্রশ্নোত্তরে একের অধিক টিক চিহ্ন দিবে না। উলে্লখ্য, নৈর্বযক্তিক অংশে ভালো নম্বর পেতে হলে অষ্টম শ্রেণির বোর্ডের ‘বাংলা ব্যাকরণ ও নির্মিতি’ বইটি খুব ভালোভাবে পড়বে। পরিশেষে তোমাদের উজ্জ্বল সাফল্য কামনা করছি। )
সাজেশনটি তৈরি করেছেন-
মো. আতাউর রহমান (সায়েম)
সাবেক সিনিয়র শিক্ষক (বাংলা), সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা।
E-mail: ataur.sayem@gmail.com
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24