জেএসসি ২০১৩ : বাংলা ২য় পত্র মডেল টেস্ট-১
২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার বাংলা ২য় পত্র মডেল টেস্ট-১।
নৈর্বক্তিক অভীক্ষা
পূর্ণমান: ২০
১. সাধু রীতিতে কোন& শব্দ বেশি ব্যবহৃত হয়?
ক. দেশি শব্দ খ. বিদেশি শব্দ
গ. তত্সম শব্দ ঘ. তদ্ভব শব্দ
২. যুক্তব্যঞ্জনে (তত্সম শব্দে) ট-বর্গীয় বর্ণের পূববর্তী প্রযুক্ত স্থলে কোণ বর্ণ বসে?
ক. ন খ. ণ
গ. স ঘ. শ
৩. অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে, তাকে কী বলা হয়?
ক. ভুক্তি শব্দ খ. শীর্ষ শব্দ
গ. আভিধানিক অর্থ ঘ. মিশ্র শব্দ
৪. কেবল পুরুষবাচক শব্দে ব্যবহার হয়-
ক. দাই খ. বিপত্মীক
গ. এয়ো ঘ.সধবা
৫. ভাষার প্রাণ কোনটি?
ক. ধ্বনি খ. বর্ণ গ. অক্ষর ঘ. অর্থপূর্ণ ধ্বনি
৬. পুনঃ+ মিলন=?
ক. পুনমিলন খ. পুনর্মিলণ
গ. পুনর্মিলন ঘ. পূনমিলন
৭. কোন& বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় স্বতন্ত্র?
ক. সরল বাক্য খ. জটিল বাক্য
গ. মিশ্র বাক্য ঘ. যেৌগিক বাক্য
৮. বাক্যে সম্বোধনের পর কী বসে?
ক. কমা খ. সেমিকালন
গ. দঁাড়ি ঘ. বিস্ময়সূচক
৯. পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?
ক. প্রায় আড়াই হাজার খ. প্রায় তিন হাজার
গ. প্রায় সাড়ে তিন হাজার ঘ. প্রায় চার হাজার
১০. প্রজাতনে্ত্রর রাষ্ট্রভাষা বাংলা-এটি বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে লিপিবদ্ধ আছে?
ক. প্রথম ভাগের প্রথম অনুচ্ছেদ
খ. প্রথম ভাগের দ্বিতীয় অনুচ্ছেদ
গ. প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদ
ঘ. প্রথম ভাগের চতুর্থ অনুচ্ছেদ
১১. আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. কথ্যভাষা খ. উপভাষা
গ. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
১২. মেৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৩টি খ. ৫টি
গ. ৭টি ঘ. ৯টি
১৩. কোন দুটি পদের বচনভেদ হয়?
ক. বিশেষ্য ও বিশেষণ খ. বিশেষ্য ও সর্বনাম
গ. সর্বনাম ও অব্যয় ঘ. অব্যয় ও ক্রিয়া
১৪. ঋ- বর্ণের উচ্চারণ কোথায়?
ক. কণ্ঠ খ. তালু
গ. ওষ্ঠ ঘ.মূর্ধা
১৫. ‘বাগ্মী’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
ক. বাগ&গি খ. বাগ&মি
গ. বাগ&নি ঘ. বাগ&ঘি
১৬. সন্ধিতে ধ্বনির কয় ধরনের মিলন হয়?
ক. দুই ধরনের খ. তিন ধরনের
গ. চার ধরনের ঘ. পঁাচ ধরনের
১৭. ‘মাছের মায়ের পুত্র শোক’ বাগধারাটির অর্থ কী?
ক. মিথ্যা শোক খ. একমাত্র সন্তান
গ. মন্দভাগ্য ঘ. দলপতি
১৮. বাংলা ভাষার প্রধান রূপ দুটি কী কী?
ক. সাধু ও চলিত খ. মেৌখিক ও লৈখিক
গ. লেখ্য ও আঞ্চলিক ঘ. আঞ্চলিক ও সার্বজনীন
১৯. আমটি কঁাচা হলেও বেশ মিষ্টি- এ বাক্যটিতে ‘কঁাচা’ কোন& অর্থে ব্যবহার হয়েছে?
ক. অসদ্ধি খ. অপূর্ণ
গ. অপক্ব ঘ. অশুষ্ক
২০. ‘নদী’ শব্দের যথার্থ প্রতিশব্দ কোন&টি?
ক. সমুদ্র খ. তটিনী
গ. দিঘি ঘ. জলাশয়
————-
উত্তর (মডেল টেস্ট-১): ১। গ ২। খ ৩। ক ৪। খ ৫। ঘ ৬। গ ৭। ঘ ৮। ক ৯। গ ১০। গ ১১। খ ১২। গ ১৩। খ ১৪। ঘ ১৫। খ ১৬। গ ১৭। ক ১৮। খ ১৯। গ ২০। খ
মডেল টেস্টটি প্রস্তুত করেছেন-
মো. আতাউর রহমান (সায়েম)
সাবেক সিনিয়র শিক (বাংলা),
সেন্ট গ্রেগরিজ হাই স্কুল, ঢাকা।