৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণি চালুর পরিকল্পনা


master নভেম্বর ১৪, ২০২০, ৪:৩৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৯ অপরাহ্ন
৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুলে ৬ষ্ঠ-৮ম শ্রেণি চালুর পরিকল্পনা

দেশের ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত চালুর পরিকল্পনা করেছে সরকার। টেকনিক্যাল স্কুল ও কলেজে এসব শ্রেণি খোলার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে ২০২১ শিক্ষাবর্ষ থেকে চালু হতে পারে।

এর জন্য প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের মতামত চেয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে,  টেকনিক্যাল স্কুল ও কলেজে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি চালুর গবেষণামূলক কাজে শ্রেণি শিক্ষকদের জন্য একগুচ্ছ প্রশ্নমালা তৈরি করেছে কারিগরি শিক্ষা বোর্ড। প্রশ্নগুলো বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে। এছাড়া সেগুলো ৬৪টি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

BD Results App