টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

৮টি সরকারি টেক্সটাইল কলেজ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদী বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হবে ৫ জুলাই থেকে, চলবে ৭ আগস্ট ২০২২ রাত ১২টা পর্যন্ত।

৮টি সরকারি টেক্সটাইল কলেজে ৪টি ডিপার্টমেন্টে মোট আসন ৯৬০টি। একেকটি কলেজে প্রতিটি ডিপার্টমেন্টে ৩০টি আসন করে বরাদ্দ।

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তি ২০২২

আবেদন কার্যক্রম শুরু৫ জুলাই ২০২২ সকাল ১০টা
আবেদন কার্যক্রম শেষ৭ আগস্ট ২০২২ রাত ১২টা
আবেদন ফি১০০০ টাকা
ভর্তি পরীক্ষার তারিখ :২০ আগস্ট ২০২২ সকাল ১০টা-১১.২০টা
ফলাফল প্রকাশের তারিখ :২৩ আগস্ট ২০২২
অনলাইনে আবেদনের লিংক :dot.teletalk.com.bd

আসন সংখ্যা

বিভাগের নামআসন সংখ্যা
ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং২৪০
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং২৪০
ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং২৪০
অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং২৪০
মোট আসন =৯৬০টি

অধিভুক্ত কলেজসমূহ

বাংলাদেশের টেক্সটাইল খাতকে আরো অনেক দূর এগিয়ে নিতে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত ৭ টি পাবলিক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করেছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বুটেক্স এর অধিভুক্ত বি.এস.সি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে।

  • ১। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ
  • ২। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালী
  • ৩। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, চট্টগ্রাম
  • ৪। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা
  • ৫। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল।
  • ৬। ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর।
  • ৭। শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ।
  • ৮। শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর।

ভর্তি পরীক্ষার বিষয় ও মান বন্টন

ভর্তি পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী MCQ পদ্ধতিতে। প্রশ্নপত্রে ১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের নম্বর হবে ২, পরীক্ষার সময় হবে ১ ঘন্টা ২০ মিনিট। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

পরীক্ষার বিষয়নম্বর
গনিত৬০
পদার্থ৬০
রসায়ন৬০
ফাংশনাল ইংলিশ২০
মোট নম্বর :২০০
  • পরীক্ষার্থীদের উত্তরপত্রে (OMR শিট) কালাে কালির বলপেন দিয়ে পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার রােল নম্বরসহ সংশ্লিষ্ট ঘরসমূহ ইংরেজিতে পূরণ করতে হবে। পেন্সিল ব্যবহার করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
  • ভর্তি পরীক্ষার সময় কোন ধরনের ক্যালকুলেটর, ইলেকট্রনিক সীম, কোন ধরনের ঘড়ি, ডিভাইস যুক্ত কলম, মােবাইল বা অন্যান্য উপকরণ সংগে রাখা ও ব্যবহার করা যাবে না।

Textile engineering admission circular 2022

Bangladesh Textile engineering admission circular 2022
Bangladesh Textile College Admission Circular 2022

Rate this post

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page