২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে বলা হয়, ৪ আগস্ট প্রকাশিত ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তির ২, ৩, ৫ (জ) ক্রমিকের শর্তাবলীতে পরিবর্তন আনা হয়েছে।
নিচের ক্রমিকগুলোতে পরিবর্তন আনা হয়েছে-
(২) আবেদন ফরম, বিবরণী ফরম, প্রশ্নপত্রের চাহিদা ফরম পূরণ ও জমাদান এবং ব্যাংক ড্রাফট করার তারিখ :
ক. আবেদন ফরম ও বিবরণী ফরম পূরণের শেষ তারিখ : ১২/৯/২০১৩
খ. ব্যাংক ড্রাফট করার শেষ তারিখ : ১৫/৯/২০১৩
(৩) পূরণকৃত বিবরণী ফরম, ফি বিবরণী, প্রশ্নপত্রের চাহিদা ও ব্যাংক ড্রাফট জামা দেওয়ার শেষ তারিখ :
ক. রাজশাহী, সিলেট ও খুলনা বিভাগ : ১৭/৯/২০১৩
খ. বরিশাল, রংপুর ও চট্টগ্রাম বিভাগ : ১৮/৯/২০১৩
গ. ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর : ১৯/৯/২০১৩
বিবরণী ফরম, ফি বিবরণী, প্রশ্নপত্রের চাহিদা ও ব্যাংক ড্রাফট হাতে হাতে জমা দিতে হবে (নির্ধারিত তারিখে জমা না দিলে প্রতি পরিক্ষার্থী ৫০০ টাকা হারে জরিমানাসহ ২৫/৯/২০১৩ তারিখের মধ্যে এবং প্রতি পরীক্ষার্থী ১০০০ টাকা হারে ৬/১০/২০১৩ তারিখের মধ্যে জমা দিতে পারবে।)
এ ছাড়াও (৫.জ) ক্রমিকের ‘রেজিস্ট্রেশন নবায়ন’ সংক্রান্ত শর্তও সংশোধন করা হয়েছে। এর ফলে ২০০৪-০৫ এবং ২০০৫-০৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ২০০৬ ও ২০০৭ সালের প্রাইভেট রেজিস্ট্রেশনকৃত অকৃতকার্য শিক্ষার্থীরা বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশন নবায়ন করে ২০১২ সালের ডিগ্রি পাস মানোন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবে। এ ক্ষেত্রে পরীক্ষার ফি হবে ৫০০০ (পাঁচ হাজার) টাকা। বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে এই লিংকে- www.nubd.info/notice/849.pdf
আগের খবর :
ডিগ্রির ফরম পূরণ ২ সেপ্টেম্বরের মধ্যে
ডিগ্রি পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review