জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল আজ (২১ সেপ্টেম্বর ২০১৫) রাত ৮টায় প্রকাশ হয়েছে। গড় পাশের হার ৭১.৪৯ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফলাফল পাওয়া যাবে ওয়েবসাইট ও এসএমএস-এ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিগ্রি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে-
www.nu.edu.bd অথবা, www.nubd.info
এ ছাড়া মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu deg Roll লিখে 16222 নম্বরে পাঠালে এসএমএস-এ ফলাফল পাওয়া যাবে।
কলেজওয়ারী ফলাফলও ওপরের ওয়েবসাইটে পাওয়া যাবে।
২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফলের পরিসংখ্যান :
বর্ষ – মোট পরীক্ষার্থী – উত্তীর্ণ পরীক্ষার্থী
১ম বর্ষ – ২২৬৫৩২ – ২০৭৪৬০
২য় বর্ষ – ১৫১৫০৭ – ১৪২১২৮
৩য় বর্ষ – ১৫১৫৭৬ – ১০৮৩৫৭
সার্টিফিকেট কোর্স – ২৪৬৪ – ১৩৬৯
উল্লেখ্য, সারদেশের ১৬৮১ টি কলেজের ৫,৩২,০৭৯ জন পরীক্ষার্থী মোট ৬৮৩টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশগ্রহণ করে।
ক্রাশ প্রোগ্রামের আওতায় গত ২০/০৬/২০১৫ তারিখে লিখিত পরীক্ষা শেষ হয়। এর ৩ মাসের মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে।
ডিগ্রি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৭১.৪৯
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review