ডিগ্রি (পাস) কোর্সের রিলিজ স্লিপের ফল ও ভর্তির নোটিশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: আগস্ট ২১, ২০১৪, ২:০১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৬ অপরাহ্ন / ২৭
ডিগ্রি (পাস) কোর্সের রিলিজ স্লিপের ফল ও ভর্তির নোটিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস)/ডিগ্রি (পাস) কোর্সের রিলিজ স্লিপের ফলাফল প্রকাশ ও ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরী নোটিশ প্রকাশিত হয়েছে। রিলিজ স্লিপের মেধাভিত্তিক ফলাফল ১৮/০৮/২০১৪ তারিখে প্রকাশিত হয়েছে। উক্ত ফলাফলের মেধাক্রম জানা যাবে এসএমএসের মাধ্যমে।  NU<space>AT<space>Roll No টাইপ করে ১৬২২২ নাম্বারে এসএমএস পাঠালে ফলাফল জানা যাবে । www.nu.edu.bd/admissions ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
১। মনোনীত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করে সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমা–১৯/৮/২০১৪ থেকে ২৫/৮/২০১৪
২।  সংশ্লিষ্ট কলেজ/প্রতিষ্ঠান কর্তৃক রিলিজ স্লিপে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়নের সময়সীমা–২০/৮/২০১৪ থেকে ২৭/৮/২০১৪
৩। সংশ্লিষ্ট কলেজ কর্তৃক রিলিজ স্লিপে ভর্তিকৃত শিক্ষার্থীদের ডি.ডি. করার শেষ তারিখ–২৮/৮/২০১৪

Rate this post