ডিগ্রি (পাস) ভর্তির ১ম মেধা তালিকা ৯ মার্চ


master মার্চ ৮, ২০১৫, ১:২৫ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৩ অপরাহ্ন
ডিগ্রি (পাস) ভর্তির ১ম মেধা তালিকা ৯ মার্চ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) অর্থাৎ ডিগ্রি (পাস) ও প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা ৯ মার্চ ২০১৫ তারিখে প্রকাশিত হবে। উভয় ফল ওই দিন বিকেল ৪টা থেকে যেকোন মোবাইলে এসএমএসের মাধ্যমে জানা যাবে। এর জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে-
ডিগ্রি (পাস) এর ক্ষেত্রে NU<space>ATDG<space>Roll No এবং
প্রফেশনাল এর ক্ষেত্রে NU<space>ATPH<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
৯ মার্চ রাত ৯টার পর ওয়েবসাইটে (www.nu.edu.bd/admissions) ফলাফল পাওয়া যাবে।

BD Results App