জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের ডিগ্রি (পাস) পরীক্ষা আগামী ২০ অক্টোবর থেকে শুরু হবে। সারাদেশে ৬০৯টি পরীক্ষা কেন্দ্রে প্রায় ৪ লাখ ২৭ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পরীক্ষার বিস্তারিত সময়সূচী শিগগিরই পত্রিকাসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।