জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা আগামীকাল ১৩ আগস্ট ২০১৬ তারিখ (শনিবার) থেকে শুরু হবে। সারাদেশে ৬৮৪টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপুর ১:৩০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় পরীক্ষা শেষ হবে।
মোট ১৭৮২টি কলেজের ২,৯৯,০৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করবে। পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরী প্রয়োজনে এই ফোন নম্বরে যোগাযোগ করতে বলেছে-
০২-৯২৯১০১৭, ০২-৯২৯১০৩৮
২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার রুটিন / সময়সূচি পাওয়া যাবে এই লিংকে- http://www.nu.edu.bd/home/all_notice_download_content/Examination/july_2016/notice_1722_pub_date_18072016.pdf
ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষা ১৩ আগস্ট থেকে
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review