ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষা ২৯ নভেম্বর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ এবং ২০১৬ সালের (পুরাতন) পরীক্ষা ২৯ নভেম্বর ২০১৮ তারিখ থেকে শুরু হবে।
বিশ্ববিদ্যা্লয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের ১,৮১৫টি কলেজের ৬৯৬টি কেন্দ্রে সর্বমোট ২,৭৩,৫৯৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।
২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন) পরীক্ষার্থীদের প্রতিদিন সকাল ৯টা থেকে এবং ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে শুরু হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জরুরী প্রয়োজনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল রুমের নম্বরে ( ০১৭০৫-১২২০০৮ এবং ০১৭৩২-৬৪৬৪৫১ ) যোগাযোগ করতে বলা হয়েছে।