ডুয়েট : ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর


এডু ডেইলি ২৪ জুলাই ১৮, ২০১৪, ৩:৪৯ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩১ অপরাহ্ন
ডুয়েট : ভর্তি পরীক্ষা ৮ সেপ্টেম্বর

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর।
১৭ জুলাই থেকে ২০ আগস্ট ২০১৪ পর্যন্ত টেলিটক প্রিপেইড সংযোগ এবং অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে।
এছাড়াও অনলাইন ভর্তি বিষয়ক তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.duet.ac.bd/admission) অথবা, টেলিটকের ওয়েবসাইটে (http://duet.teletalk.com.bd) পাওয়া যাবে। ভর্তি পরীক্ষার ফি ৯৫০ টাকা টেলিটক সংযোগ থেকে এসএমএসের মাধ্যমে দিতে হবে।
ভর্তি পরীক্ষায় অংশ নিতে প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে এসএসসি/দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৩.০০ (ঐচ্ছিক বিষয় সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে।
এবার সাতটি বিভাগে মোট ৫৬০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

Rate this post

Leave a Reply

BD Results App