স্কুল ভর্তি নীতিমালা : ঢাকায় ৪০ শতাংশ এলাকা কোটা
৪০ শতাংশ এলাকা কোটা রেখে ঢাকার সরকারি ও বেসরকারি স্কুল ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.moedu.gov.bd) এই নীতিমালা প্রকাশ করা হয়।
ঢাকার স্কুলগুলোতে ২০১৬ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে ৪০ শতাংশ এলাকা কোটা রাখতে বলা হয়েছে ভর্তি নীতিমালায়।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ডাউনলোড লিংক :
http://www.moedu.gov.bd/index.php?option=com_docman&task=doc_download&gid=8092&Itemid=
বেসরকারি স্কুল/স্কুল এন্ড কলেজে মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে ভর্তি নীতিমালা ডাউনলোড লিংক :
http://www.moedu.gov.bd/index.php?option=com_docman&task=doc_download&gid=8077&Itemid=
এই নীতিমালা অনুযায়ী, ঢাকা মহানগরের স্কুল সংলগ্ন ‘বিদ্যালয় সেবা অঞ্চলের’ (ক্যাচমেন্ট এরিয়া) শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ থাকবে। বাকি আসনগুলো আগের নিয়মে সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে একই স্কুল থেকে ৫ম শ্রেণি পাস করে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে এই কোটার নিয়ম প্রযোজ্য হবে না।
নীতিমালা অনুযায়ী- প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আর অন্য শ্রেণির বেলায় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী বাছাই করা হবে।
ভর্তি আবেদন ফরমের ফি ধরা হয়েছে ২০০ টাকা।
* ২০১৬ সালে সরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা