ঢাকা কলেজে ওয়াইফাই চালুর দাবিতে মানববন্ধন

Rate this post

ঢাকা কলেজ ক্যাম্পাসে ওয়াইফাই চালুর দাবিতে মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টায় ক্যাম্পাসের শহীদ মিনারের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে প্রায় কয়েক হাজার সাধারণ শিক্ষার্থী অংশ নেয়। এর আগে মাননীয় প্রযুক্তি প্রতিমন্ত্রী বরাবর খোলা চিঠি লিখেন কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী যাকারিয়া ইবনে ইউসুফ। তারপরও মন্ত্রণালয় থেকে কোন পদক্ষেপ না নেয়ায় শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
মানববন্ধনেে শিক্ষার্থীরা ওয়াইফাই চালুর করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। একই সঙ্গে আগামী নভেম্বরের মধ্যে ক্যাম্পাসে ওয়াই চালু করা না হলে ডিসেম্বর থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। তবে কলেজেের পক্ষ থেকে উপাধক্ষ আকবর হোসাইন শিক্ষার্থীদের বলেন, মন্ত্রণালয় থেকে সার্ভে করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। আশা করছি খুব দ্রুত তা বাস্তবায়ন করা হবে।

মানববন্ধনে ঢাকা কলেজের বিভিন্ন সংগঠনের সদস্যরা এতে অংশে নেন। ছাত্রনেতাদের মধ্যে সোহেল, আশরাফুল, জামাল, কামরুল, কুদ্দুস বক্তব্য রাখেন। এছাড়া ঢাকা কলেজ সাংবাদিক সমিতির নিয়াজ,শাকিল, ইমরান, নাজমুল, দেলোয়ার, আসিফ, শাহীন, রিমন ও রাফসান উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনিমাণে বতমান সরকার বেশ আন্তরিক। আমরা বিশ্বাস করি আমাদের এ যৌক্তিক দাবি কতপক্ষ অবশ্যই মেনে নেবেন।
মানববন্ধনে ওয়াইফাই আন্দোলনের উদ্যোক্তা এবং ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি যাকারিয়া ইবনে ইউসুফ কমসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বব্ধ পরিকর কিন্তু ঢাকা কলেজের প্রায় ৩০ হাজার শিক্ষার্থীরা ক্যাম্পাসে তথ্য-প্রযুক্তির আলো থেকে বঞ্চিত। গত মার্চের প্রথম সপ্তাহে ঢাকা কলেজ ক্যাম্পাসকে ওয়াইফাইয়ের আওয়তায় আনা হবে বলে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইয়েদ আহমেদ পলক কলেজের অডিটরিয়ামে ঘোষণা দিয়েছিলেন । কিন্তু তা গত সাত মাসে বাস্তাবায়ন হয়নি। আমরা আশাকরছি খুব দ্রুতই তা বাস্তবায়িত হবে।
নতুন কর্সূচি ঘোষণা করে তিনি বলেন, সাত দিনের মধ্যে মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হবে। আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, নভেম্বরের মধ্যে যদি ওয়াইফাইয়ের দাবি মেনে নেয়া না হয় তাহলে ডিসেম্বর থেকে গণআন্দোলন করা হবে।
– বিজ্ঞপ্তি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

© 2025 Edu Daily 24. All rights reserved.

Powered by Edu Daily 24.