ঢাকা কলেজে রসায়নে ৯৮ শতাংশ ফেল
ঢাকা কলেজের রসায়ন বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের চূড়ান্ত ফলাফলে ৯৮ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন। এ গণহারে ফেল করাকে অযৌক্তিক দাবি করে রসায়ন বিভাগটিতে তালা ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
তবে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ফলাফল পুন:মূল্যায়ণ করা না হলে আগামী বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জন করা হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। এমন ফলাফলের পেছনে কর্তৃপক্ষের উদাসীনতা ও দায়িত্বহীনতাকে দায়ী করেছেন আন্দোলনকারীরা।
খবর নিয়ে জানা গেছে, ২০১৩-১৪ শিক্ষাবর্ষে নিয়মিত ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র দুই জন এবং অনিয়মিত ৩৮ জনের মধ্যে মাত্র ৪ জন উত্তীর্ণ হয়েছে। ১০২ শিক্ষার্থীর মধ্যে মাত্র ৬ জন পাশ করেছে।
এ ব্যাপারে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার গণমাধ্যমকে জানান, কলেজের রসায়ন বিভাগের অধিকাংশ ফেল করায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছি। তারা তাদের সমস্যা ও দাবির কথাগুলো লিখিত আকারে জমা দিয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে সমস্যার সমাধান করা হবে।