ঢাকা পলিটেকনিক খুলবে ১৯ জানুয়ারি

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খুলবে ১৯ জানুয়ারি।  আজ (১৭ জানুয়ারি) সাংসদ আসাদুজ্জামান খান কামালের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কাউন্সিলের সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ওই দিন থেকে ক্লাস শুরু হলেও আবাসিক হলগুলো আপাতত বন্ধ রাখা হবে।
এর আগে দুই অকৃতকার্য শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার জন্য শিক্ষকদের চাপ দেয় ছাত্রলীগ। শিক্ষকরা এ দাবী না মানায় তাদের ওপর হামলা ও ক্যাম্পাসে ভাঙচুর চালায় দলটির নেতা-কর্মীরা। ৬ জানুয়ারি’র এই ঘটনার পর ক্লাস ও হল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।