এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ইউনিটের ৬ হাজার ৫৮২টি আসনের বিপরীতে অনলাইনের মাধ্যমে আবেদন করেছে মোট ৩ লাখ ১ হাজার ১৩৮জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
আজ (৩১ আগস্ট ২০১৪) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।
এরমধ্যে, ক-ইউনিটের ১ হাজার ৬৪০টি আসনের বিপরীতে ৮১ হাজার ৯৪৮জন, খ-ইউনিটের ২ হাজার ২২১টি আসনের বিপরীতে ৪২হাজার ৪১৭জন, গ-ইউনিটের ১হাজার ১৭০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৭৬জন, ঘ-ইউনিটের ১ হাজার ৪১৬টি আসনের বিপরীতে ১ লাখ ১২হাজার ৪২জন এবং চ-ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে ১৪হাজার ৭৫৫ জন আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষা :
ক-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১২ সেপ্টেম্বর, খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।