ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তির আবেদন প্রক্রিয়া গতকাল (২৮ আগস্ট ২০১৮) শেষ হয়েছে। এ বছর অনার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে গড়ে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। পাঁচটি ইউনিটে আসন আছে মোট ৭,১২৮টি।
আজ (২৯ আগস্ট ২০১৮) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) অর্থাৎ অনার্সে ভর্তীচ্ছু প্রার্থীদের আবেদন গতকাল (মঙ্গলবার) দুপুর ২টা পর্যন্ত গ্রহণ করা হয়েছে। এ সময়ের মধ্যে মোট ২ লাখ ৭২ হাজার ৫১২জন শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছেন।
কোন ইউনিটে কত জন :
ক-ইউনিটে ১,৭৫০টি আসনের বিপরীতে ভর্তির আবদেন করেছেন ৮২,৯৭০ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে ভর্তি প্রার্থী শিক্ষার্থী ৪৭ জন।
খ ইউনিটে ২,৩৭৮টি আসনের জন্য আবদেন জমা পড়েছে ৩৬,২৫০টি। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৫ জন শিক্ষার্থী।
গ ইউনিটে ১,২৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৭,৫৩৪ জন। এই ইউনিটে একেকটি আসনের বিপরীতে প্রার্থী সংখ্যা ২২ জন।
ঘ ইউনিটে ১,৬১৫টি আসনের বিপরীতে ১,০০,৬১৪ জন আবেদন করেছেন। সম্মিলিত এই ইউনিটে প্রতি আসনের জন্য ভর্তি পরীক্ষায় লড়বেন ৬২ জন প্রার্থী।
চ-ইউনিটে ২৫,১৪৪টি আবেদন জমা পড়েছে।
ভর্তি পরীক্ষার সূচি :
গ-ইউনিটের ভর্তি পরীক্ষা : ১৪ সেপ্টেম্বর, শুক্রবার।
চ-ইউনিট : ১৫ সেপ্টেম্বর সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা হবে এবং ২২ সেপ্টেম্বর অংকন অংশের পরীক্ষা হবে।
খ-ইউনিট : ২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার।
ক-ইউনিট : ২৮ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার।
ঘ-ইউনিট : ১২ অক্টোবর ২০১৮, শুক্রবার।
‘ক’, ‘খ’, ‘ঘ’ ইউনিটের প্রবেশপত্র ১০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ বিকাল ৩টা থেকে পরীক্ষার আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে।
‘গ’ ও ‘চ’ ইউনিটের প্রবেশপত্র ৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখ বিকাল ৩টা থেকে পরীক্ষার আগ পর্যন্ত ডাউনলোড করা যাবে।