২০১২-২০১৩ সেশনে একাদশ শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি
২০১২-১৩ শিক্ষাবর্ষে ঢাকা সিটি কলেজে একাদশ শ্রেণীতে কলেজের মূল বিল্ডিং রোড-২, ধানমন্ডি) এ- ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও মানবিক বিভাগে এবং অ্যানেক্স বিল্ডিং (সড়ক-৩/এ বাড়ী-৬০, ৬০/১ ধানমন্ডি) এ- বিহ্ঝান ও ব্যবসায় শিক্ষা বিভাগে প্রভাতি শাখায় ছাত্রী এবং দিবা শাখায় ছাত্র ভর্তি করা হবে। ছাত্রছাত্রীরা যে বিল্ডিং-এ ক্লাস করতে আগ্রহী সেই অনুযায়ী ভর্তির অনুমতি স্লিপ ও আবেদন পত্রে (যা ভর্তির সময় সরবরাহ করা হবে) “মূল বিল্ডিং” বা অ্যানেক্স বিল্ডিং” কথাটি নির্ধারিত স্থানে উল্লেখ করবে।
উল্লেখ্য, মূল বা অ্যানেক্স বিল্ডিং-এর যে কোন একটির নির্ধারিত আসন সংখ্যা পূর্ণ হয়ে গেলে কলেজ কর্তৃপক্ষ ভর্তির জন্য মনোনীত ছাত্র-ছাত্রীদেরকে অন্যটিতে শূন্য আসনের বিপরীতে ভর্তি হওয়ার সুযোগ দিবে।
ভর্তির আবেদনের যোগ্যতা [ছাত্র-ছাত্রী উভয়ের জন্য]
একাদশ বিজ্ঞান: এস.এস.সি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে GPA 5.00। এস.এস.সি. পর্যায়ে উচ্চতর গণিত থাকতে হবে। | ||
একাদশ ব্যবসায় শিক্ষা: এস.এস.সি বা সমমানের পরীক্ষায় যে কোন গ্রুপ থেকে GPA 4.00। | ||
একাদশ মানবিক: এস.এস.সি বা সমমানের পরীক্ষায় যে কোন গ্রুপ থেকে GPA 3.00। | ||
S.S.C বা সমমানের পরীক্ষার পাশের বছর |
২০১২। রেজিস্ট্রেশন break এক বছর পর্যন্ত শিথিলযোগ্য। | |
ভর্তির জন্য এসএমএস গ্রহণের তারিখ |
১২.০৫.২০১২ থেকে ০৬.০৬.২০১২ পর্যন্ত। | |
ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের মেধাক্রম প্রকাশ |
১৭ জুন ২০১২ঢাকা সিটি কলেজের ওয়েবসাইট : www.dhakacitycollege.edu.bd এবং ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এ প্রকাশ করা হবে। | |
ক্লাসের সময় |
ছাত্রীদের সকাল ৭:৩০ টা থেকে এবং ছাত্রদের দুপুর ১২:৩০ থেকে। | |
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি |
কলেজ ওয়েবসাইট ও কলেজ অফিস থেকে জানা যাবে। | |
ভর্তির জন্য এসএমএস করার পদ্ধতি: শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে। মোবাইলের Massage অপশনে গিয়ে CAD <space> ঢাকা সিটি কলেজের EIIN<space> গ্রুপের নামের প্রথম অক্ষর <space> এসএসসি/সমমান পরীক্ষা পাসের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর <space> এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন <space> শিফটের নাম <space> ভার্সন <space> কোটার নাম লিখে send করতে হবে 16222নম্বরে।উদাহরণ: CAD 107975 S DHA 2012 MBFQ (এখানে10797 ঢাকা সিটি কলেজের EIIN, S- বিজ্ঞান গ্রুপের নামের প্রথম অক্ষর, DHA –এসএসসি/সমমান পরীক্ষার পাসের নামের প্রথম তিন অক্ষর, 123456- এ আবেদনকারীর এসএসসি/সমমান পরীক্ষা পাসের রোল নম্বর, ২০১২ এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন, M- মর্নিং শিফটের নামের প্রথম অক্ষর, B-বাংলা ভার্সনের প্রথম অক্ষর, FQ-মুক্তিযোদ্ধা কোটা)। ফিরতি এসএসএস-এ আবেদনকারীর নাম, কলেজের EIIN ও নাম, গ্রুপের নাম এবং শিফটসহ ফি বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। আবেদন সম্মত থাকলে Message অপশনে গিয়ে CAD<space>Yes<space>PIN<space>Contact Number (নিজের ব্যবহৃত যে কোন মোবাইল নম্বর) লিখে Send করবেন 16222 নম্বরে। |
||
ঢাকা সিটি কলেজের EIIN নম্বর |
107975 |
|
আসন সংখ্যা: মূল বিল্ডিং: ব্যবসায় শিক্ষা শাখা- ১৬০০, বিজ্ঞান শাখা- ১১৫০, মানবিক শাকা- ১৫০ |
||
– প্রফেসর মোঃ শাহজাহান খান, অধ্যক্ষ |