ঢাবিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরিদর্শনে আসেন চীনের কমিউনিকেশন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এ দলে বিশ্ববিদ্যালয়ের পরিচালক লিয়াং ইয়ানও ছিলেন। সোমবার ঢাবি’র উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক সুলতান আহমেদও উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্ত:সম্পর্ক, যোগাযোগ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতার প্রকল্প চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারেও মত বিনিময় হয় বৈঠকে।