ঢাবি'র আইআইটিতে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) মাস্টার্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাস্টার্স পর্যায়ে তথ্য প্রযুক্তি বিষয়ে সান্ধ্য কোর্সে ভর্তির আবেদনের আহ্বান করা হয়েছে এ বিজ্ঞপ্তিতে। আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। আবেদন করতে হবে ৪ ডিসেম্বরের মধ্যে। কম্পিউটার সায়েন্স (সিএস), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), ইনফরমেশন টেকনোলজি (আইটি), কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিআইটি), ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই), ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে অনার্স পাশ করা শিক্ষার্থীরাই এ প্রোগ্রামে ভর্তির সুযোগ পাবেন। তবে এর জন্য ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
তথ্য প্রযুক্তিতে পোষ্ট গ্র্যাজুয়েটধারীরাও (পিজিডিআইটি) এ কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। তবে এর সঙ্গে তিন বছরের ডিগ্রি (পাস) থাকতে হবে।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ ডিসেম্বর। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ৯ ডিসেম্বর। ভর্তি সংক্রান্ত আরও তথ্য জানা যাবে এই ওয়েবে- www.iit.du.ac.bd।