ঢাবি ও জবি : দুই বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়া যাবে না
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভর্তি পরীক্ষায় কোনো শিক্ষার্থী দুই বার (অর্থাৎ, পাস করার পরের বছর) অংশ নিতে পারবে না। এ নিয়ম ২০১৫-১৬ শিক্ষাবর্ষ অর্থাৎ আগামী বছর থেকে কার্যকর হবে বলে জানা গেছে। নতুন নিয়মে, শিক্ষার্থীরা যে বছর এইচএসসি পাস করবে, কেবল সেই বছরই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এমনটি করা হচ্ছে বলে মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তের কথা আজ (বৃহস্পতিবার) জানা গেছে।