ঢাবি : 'খ' ইউনিটের পরীক্ষা কাল, পরীক্ষার্থী ৩৮,৭৯৫ জন


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ৭, ২০১৩, ২:২১ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ন / ২৪
ঢাবি : 'খ' ইউনিটের পরীক্ষা কাল, পরীক্ষার্থী ৩৮,৭৯৫ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্সে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর ৭২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাবি সূত্র জানায়, এবার ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩৮,৭৯৫ জন শিক্ষার্থী আবেদন করেছে। এই ইউনিটে ২,৫০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
আসন বিন্যাস ওয়েবসাইট ও এসএমএসে :
পরীক্ষার্থীরা আসন বিন্যাস জানতে পারবে ঢাবি’র ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে। ওয়েবসাইটের মাধ্যমে আসনের অবস্থান জানতে ওয়েবসাইটে  (http://admission.eis.du.ac.bd)  শিক্ষার্থীকে লগইন করতে হবে। এসএমএসের মাধ্যমে জানতে শিক্ষার্থীকে তার প্রবেশপত্রে থাকা নির্দেশনা অনুসরন করতে হবে।
ক্যালকুলেটর ও ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ :
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফ আলী খান জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, আইপডসহ এ ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস বহন নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যলয় ভর্তি পরীক্ষা কমিটি।

Rate this post