ঢাবি : 'খ' ইউনিটের সাক্ষাৎকার ১৫ জানুয়ারি থেকে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ( সম্মান ) শ্রেনীতে ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি থেকে, চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ঢাবি সূত্র জানায়, এই ইউনিটের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যাদের মেধাক্রম ১-২৫০০, আগামী ১৫ জানুয়ারী (বুধবার) থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত কলা অনুষদের ডীনের কার্যালয়ের নীচ তলায় (কক্ষ নং-১০০১) পর্যায়ক্রমে তাদের সাক্ষাৎকার নেয়া হবে।
সকাল ৯.৩০টা থেকে বিকাল ৫.৩০ পর্যন্ত সাক্ষৎকার নেয়া হবে।
সাক্ষাৎকারের সময় প্রার্থীকে ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, ওয়েবসাইটে পূরণকৃত ফরম, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও ফটোকপি, এইচএসসির মূল রেজিষ্ট্রেশন কার্ড ও ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত) আনতে বলা হয়েছে।