ভর্তি তথ্য

ঢাবি ‘খ’ ইউনিটে ভর্তির ফল ১৩ অক্টোবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষার ফল ১৩ অক্টোবর ২০১৯ তারিখ (রবিবার) প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি দপ্তরে দুপুর ১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদ আলম গণমাধ্যমকে এ তথ্য দেন।

উল্লেখ্য, ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর (২০১৯) ‘খ’ ইউনিটে ২,৩৭৮টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ছিল ৪৫,০১৮ জন।

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।