ঢাবি : 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ (রোববার) বেলা সাড়ে ১২টার দিকে প্রকাশিত হয়েছে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮,০৯৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১,৩৫৬ জন ‘ঘ’ ইউনিটের অধীনে বিভিন্ন বিষয়ে ভর্তির সুযোগ পাবেন। উত্তীর্ণদের সাক্ষাৎকারের সময়সূচি পরে জানানো হবে ।
ভর্তি পরীক্ষার ফলাফল পাওয়া যাবে এসএমএস ও ওয়েবসাইটে। এসএমএসে ফলাফল জানতে মোইলের মেসেজ অপশনে গিয়ে DU GHA Roll টাইপ করে পাঠিয়ে দিন 16321 নম্বরে। ওয়েবসাইট থেকে ফলাফল জানতে ক্লিক করুন- http://admission.eis.du.ac.bd
উল্লেখ্য, এবার ‘ঘ’ ইউনিটে ৮৬,০৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন করেছিলেন। এদের মধ্যে ৭১,০১৩ জন শিক্ষার্থী ১ নভেম্বর পরীক্ষায় অংশ নেন ।