ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটের পুনঃ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১৮-১৯ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে অনার্স ‘ঘ’ ইউনিটের পুনঃ ভর্তি পরীক্ষার ফল আজ (সোমবার) বিকালে প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ লগইন করে ফলাফল জানা যাবে। এছাড়া যেকোনো অপারেটরের মোবাইল থেকে DU GHA roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালেই ফলাফল জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় মোট ১৬,১৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে, তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৯,৮৮৬ জন। পাসের হার ৬১.১ শতাংশ। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হয়েছে ৬,৮১৪ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১,১৭২ জন এবং মানবিক শাখায় ১,৯০০ জন। মেধা তালিকা রাখা হয়েছে ৩টি।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইতোপূর্বে উত্তীর্ণদের পুনরায় পরীক্ষা নেওয়া হয় গত ১৬ নভেম্বর ২০১৮।