ঢাবি : ‘ঘ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকারের (২য় পর্ব) সূচি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঘ’ ইউনিটে ভর্তির ২য় পর্বের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। রোববার সামাজিক বিজ্ঞান অনুষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ধাপে ৩৫০টি শুন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
এসব আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের ২৬৬টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৮৪টি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি সকাল সাড়ে ৯টায়। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের সাক্ষাৎকার হবে ২৯ জানুয়ারি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যেসব শিক্ষার্থী এর আগে ভর্তির জন্য নির্বাচিত হননি, তারাই এই সাক্ষাৎকার পর্বে অংশ নিতে পারবেন। তবে সাক্ষাৎকারের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিষয় পরিবর্তন করতে পারবেন না।