ঢাবি : 'চ' ইউনিটে পাশ ৩.১০%

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ‘চ’ ইউনিটের (চারুকলা অনুষদভুক্ত) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় পাশের হার ৩.১০ শতাংশ। আজ (রোববার) সন্ধ্যায় কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফল ঘোষণা করা হয়।
গত ১৩ সেপ্টেম্বর ‘চ’ ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭,২২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে মাত্র ২২৬ জন।
ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।