ঢাবি : বেশকিছু দফতরের টেলিফোন নম্বর পরিবর্তন

Rate this post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেশ কিছু দফতরের টেলিফোন নম্বর পরিবর্তন করা হয়েছে। টেলিফোন নম্বরের পাশাপাশি জনসংযোগ দফতরের ই-মেইল ঠিকানাও পরিবর্তন করা হয়েছে।
জনসংযোগ দফতরের নতুন টেলিফোন নম্বরটি হচ্ছে ৯৬৭০৪২৩ এবং ই-মেইল [email protected] । এছাড়া, দাফতরিক মোবাইল নম্বর হিসাবে ব্যবহার করা হচ্ছে ০১৭১২২২৩৮১৬।
জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্যের দফতরসহ বিভিন্ন দফতরের টেলিফোন ও ফ্যাক্স নম্বর ইতোমধ্যেই পরিবর্তন করা হয়েছে।
উপাচার্যের অফিসের ৮৬১৫১৭৭ টেলিফোন নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭২৫৩৩ এবং বাসার ৮৬১৩১৪১ ও ৮৬১৪১২৪ নম্বর পরিবর্তিত হয়ে যথাক্রমে ৯৬৭২৫৩৪ ও ৯৬৭২৫৪৮ হয়েছে। উপাচার্যের অফিসের উপ-রেজিস্ট্রার (সচিব)-এর পূর্বের ৮৬১৮৩৮৩ নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭২৫৪৫ হয়েছে। রেজিস্ট্রার দফতরের পূর্বের ৮৬১৪১৫০ নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭০৫৩১ হয়েছে। কলেজ পরিদর্শকের পূর্বের ৮৬২৬৮৬৯ নম্বরটি পরিবর্তিত হয়ে ৯৬৭০৩০৯ হয়েছে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ফ্যাক্স নম্বর  ৯৬৬৭২২২।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *