ঢাবি : ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-১
প্রস্তুতিমূলক এই মডেল টেস্টটি তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মোহাম্মদ আকরাম হোসেন
[ বাংলাদেশ বিষয়াবলি ]
১। ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ খাদটি কোথায়?
ক. বঙ্গোপসাগরে খ. পদ্মায়
গ. যমুনায় ঘ. বুড়িগঙ্গায়
২। বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলার সংখ্যা-
ক. ৩০টি খ. ৩২টি
গ. ৩৩টি ঘ. ২৮টি
৩। ‘মনাকশা’ স্থানটি কোন জেলায়?
ক. বান্দরবন খ. পঞ্চগড়
গ. চাঁপাইনবাবগঞ্জ ঘ. কুমিল্লা
৪। ভারত ও বাংলাদেশের সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
ক. ১৯৯৪ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৮৬ সালে ঘ. ১৯৮০ সালে
৫। ‘গাংনী’ ছিটমহল কোন জেলায়?
ক. মেহেরপুর খ. ফেনী
গ. সিলেট ঘ. বান্দরবান
৬। ‘ভবদহ বিল’ কোথায়?
ক. যশোরে খ. কুমিল্লায়
গ. ঢাকায় ঘ. ভৈরবে
৭। কোন চরটি ভারত-বাংলাদেশ সীমান্তে অবস্থিত?
ক. দুবলারচর খ. চর মানিক
গ. উড়িরচর ঘ. নির্মলচর
৮। বাংলাদেশের কোথায় সর্বশেষ ভূ-উপগ্রহ স্থাপন করা হয়?
ক. ঢাকায় খ. রাঙামাটিতে
গ. গাজীপুরে ঘ. সিলেটে
৯। কোন জেলা ‘বাংলার শস্যভাণ্ডার’ নামে পরিচিত?
ক. নোয়াখালী খ. রংপুর
গ. দিনাজপুর ঘ. বরিশাল
১০। রেশম উৎপাদনে কোন জেলা শীর্ষ অবস্থানে?
ক. রাজশাহী খ. যশোর
গ. ফেনী ঘ. সিলেট
১১। অর্থনৈতিক সমীক্ষা-২০১৩ অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
ক. ১.৩৭% খ. ১.০৭%
গ. .৯৭% ঘ. ২.০০%
১২। ‘গ্রিন এক্সপ্রেস’ কী?
ক. আন্তনগর ট্রেন
খ. দ্রুতগতির ট্রেন
গ. বাঁধাকপির জাত
ঘ. তরমুজের জাত
১৩। সামাজিক বনায়ন কার্যক্রম কবে শুরু হয়?
ক. ১৯৭৯ সালে খ. ১৯৪৯ সালে
গ. ১৯৯০ সালে ঘ. ১৯৯১ সালে
১৪। বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন করা হয়-
ক. ১৯৫৫ সালে খ. ১৯৫৭ সালে
গ. ১৯৬০ সালে ঘ. ১৯৬৫ সালে
১৫। যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে কবে?
ক. ২৭ জুন ২০১৩
খ. ২৯ জুন ২০১৩
গ. ২৭ জুলাই ২০১৩
ঘ. ২৯ জুলাই ২০১৩
১৬। সম্প্রতি ‘মিস মিসিসিপি’ খেতাব বিজয়ী বাংলাদেশির নাম-
ক. নার্গিস
খ. পরমা
গ. পারমিতা
ঘ. সেলিনা
১৭। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা-
ক. খুলনা খ. ফেনী
গ. মাগুরা ঘ. যশোর
১৮। নাথান কমিশন কত জন সদস্য নিয়ে গঠিত হয়েছিল?
ক. ১১ জন খ. ১২ জন
গ. ১৩ জন ঘ. ১৫ জন
১৯। তামাবিল স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত?
ক. পঞ্চগড় খ. সাতক্ষীরা
গ. সিলেট ঘ. যশোর
২০। বাংলাদেশ বিমানের স্লোগান-
ক. বাংলার আকাশ রাখিব মুক্ত
খ. আকাশে শান্তির নীড়
গ. আমার নীল আকাশ
ঘ. মেঘের আকাশে বসন্ত
২১। হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর ওপর?
ক. যমুনা খ. গড়াই
গ. পদ্মা ঘ. মেঘনা
২২। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন?
ক. আকবর খ. হুমায়ুন
গ. বাবর ঘ. জাহাঙ্গীর
২৩। উপমহাদেশে প্রথম আদমশুমারি প্রবর্তন হয়-
ক. ১৮৫৩ সালে খ. ১৮৬১ সালে
গ. ১৮৬০ সালে ঘ. ১৮৭৬ সালে
২৪। র্যাডক্লিফ কমিশনের মাধ্যমে যে দুটি দেশ বিভক্ত হয়-
ক. ভারত-পাকিস্তান
খ. চীন-ভারত
গ. চীন-জাপান
ঘ. রাশিয়া-জাপান
২৫। ‘বুকের ভেতর আগুন’ গ্রন্থটি কার?
ক. জাহানারা ইমাম খ. সুফিয়া কামাল
গ. বেগম রোকেয়া ঘ. সেলিনা হোসেন
উত্তরগুলো মিলিয়ে নাও
১. ক ২. খ ৩. গ ৪. খ ৫. ক ৬. ক ৭. ঘ ৮. ঘ ৯. ঘ ১০. ক ১১. ক ১২. গ ১৩. ক ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. খ ২১. গ ২২. ক ২৩. খ ২৪. ক ২৫. ক