ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ফলাফল বাতিলের পর পুনর্ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, এ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথমবার অংশ নেওয়া শিক্ষার্থীরাই কেবল পুনর্ভতি পরীক্ষা দিতে পারবে। যারা আগের পরীক্ষায় অনুপস্থিত ছিল, তারা এবারের পরীক্ষা দিতে পারবেন না। অনুপস্থিত বা অযোগ্য শিক্ষার্থীর তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পুনর্ভর্তি পরীক্ষা গ্রহণের উদ্দেশ্যে গঠিত পরীক্ষা কমিটির এ সিদ্ধান্ত নিয়েছে । পুনর্ভর্তি পরীক্ষা হবে ২০ ডিসেম্বের বিকেল ৩টায়। যেসব শিক্ষার্থী প্রবেশপত্র হারিয়ে ফেলেছেন, তারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (gaunit.univdhaka.edu) থেকেই প্রিন্ট করতে পারবেন। পরীক্ষার কেন্দ্র ও আসনবিন্যাসের তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24