দেশসেরা গবেষকদের তালিকায় তানভীর কবির


এডু ডেইলি ২৪ প্রকাশ: জানুয়ারি ১৭, ২০২১, ১:২০ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৮ অপরাহ্ন /
দেশসেরা গবেষকদের তালিকায় তানভীর কবির

দেশসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সিনিয়র লেকচারার মো. তানভির কবির। সম্প্রতি নেদারল্যান্ডসের বিশ্ববিখ্যাত প্রকাশক এলসেভিয়ার-এর ‘স্কোপাস’ থেকে বাংলাদেশের সেরা গবেষকদের তালিকা প্রকাশিত হয়েছে। ২০২০ সালে স্কোপাস ইনডেক্সড জার্নালগুলিতে প্রকাশিত হওয়া নিবন্ধের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়।

এই তালিকায় স্থান করে নেন বাংলাদেশের ১০ জন গবেষক ও শিক্ষক। মো.তানভীর কবির এই তালিকায় ৮ম স্থানে রয়েছেন।

২০২০ সালে তার ২৪টি নিবন্ধ বিভিন্ন আন্তর্জাতিক হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে এবং প্রকাশনী (এলসেভিয়ার, স্প্রিঞ্জার, ফ্রন্টিয়ার্স, উইলে-ব্ল্যাকওয়েল, এমডিপিআই, হিন্দাভি, বেন্থাম সায়েন্স) হতে প্রকাশিত হয়েছে ।

২০১৯ সালেও প্রবন্ধের সংখ্যার ভিত্তিতে ‘স্কোপাস’ এর তালিকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে অন্যতম শীর্ষ গবেষক হিসাবে তালিকাভুক্ত হয়েছিলেন। এখন পর্যন্ত তার ৫০টিরও বেশী নিবন্ধ আন্তর্জাতিক নামী প্রকাশনাগুলো হতে বিভিন্ন হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর (Impact factor) ) জার্নালে ও বইয়ে প্রকাশিত হয়েছে।

তিনি মূূলত ফার্মাকোলজি, ফাইটোফার্মাকোলজি, স্নায়ুবিজ্ঞান ও নিউরোফার্মাকোলজি নিয়ে গবেষণা করে থাকেন। যা চিকিৎসাবিজ্ঞান ও ওষুধবিজ্ঞান উভয় সেক্টরে অবদান রাখবে।

তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে বি.ফার্ম ও যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও, তিনি যুক্তরাজ্যের ব্রিটিশ ফার্মাকোলজিকাল সোসাইটি এবং যুক্তরাষ্ট্রের আমেরিকান সোসাইটি ফর ফার্মাকোলজি অ্যান্ড এক্সপেরিমেন্টাল থেরাপিউটিক্সের একজন পূর্ণসদস্য।

Md Tanvir Kabir Brac University
দেশসেরা গবেষকদের তালিকায় তানভীর কবির 2

মো.তানভীর কবির বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি গবেষণায় মনোনিবেশ করা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের অন্যতম কাজ। আমি দুটি কাজে বেশি স্বাচ্ছন্দবোধ করি; এক আমার শিক্ষার্থীদের পাঠদান করাতে, দুই গবেষণা নিবন্ধ লিখতে। আমার এ অর্জন ভবিষ্যতে আরো অনুপ্রেরণা জোগাবে।’

Rate this post