চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে ’বিশ্ববিদ্যালয়’-এ রূপান্তর করা হচ্ছে। জাতীয় সংসদের আগামী অধিবেশনেই এ সংক্রান্ত আইন পাসের জন্য বিল উত্থাপন হতে পারে বলে জানা গেছে। আইন পাসের পরই ’বিশ্ববিদ্যালয়’ হিসেবে কার্যক্রম শুরু হবে।
এ দুটি মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হলে দেশে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হবে ১১৯টি। বর্তমানে দেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ (বিএসএমএমইউ) হচ্ছে একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়।