দুই শিক্ষার্থীর বিশ্বজয়

আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো দুই বাংলাদেশি। বিতর্কের বিশ্বকাপখ্যাত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিয়ে এই গৌরব অর্জন করেন এই দুই শিক্ষার্থী। চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির রাতিব মুর্তজা আলী এবং আকিব ফারহান হোসেন।
৮২ টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার ৩৩তম আসরটি অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে। এবারের আসরে মোট ৪০০টি দল অংশ নেয়।
শুক্রবার ‘ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ’ (ইএসএল) ক্যাটাগরিতে তারা বিতর্কে অংশ নিয়ে বিজয়ী হন। এ বিতর্কে তাদের প্রতিপক্ষ ছিল ইসরাইল ও নেদারল্যান্ডের (ডাচ) প্রতিযোগী।
আয়োজকদের ওয়েবসাইটে ও অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরাও ফেসবুকে তাদের বিজয়ের খবর নিশ্চিত করেন। প্রায় দেড় হাজার মানুষের সামনে বিতর্ক করে এই জয় পায় তারা।