আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো দুই বাংলাদেশি। বিতর্কের বিশ্বকাপখ্যাত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’-এ অংশ নিয়ে এই গৌরব অর্জন করেন এই দুই শিক্ষার্থী। চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীরা হলেন- বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির রাতিব মুর্তজা আলী এবং আকিব ফারহান হোসেন।
৮২ টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতার ৩৩তম আসরটি অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে। এবারের আসরে মোট ৪০০টি দল অংশ নেয়।
শুক্রবার ‘ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ’ (ইএসএল) ক্যাটাগরিতে তারা বিতর্কে অংশ নিয়ে বিজয়ী হন। এ বিতর্কে তাদের প্রতিপক্ষ ছিল ইসরাইল ও নেদারল্যান্ডের (ডাচ) প্রতিযোগী।
আয়োজকদের ওয়েবসাইটে ও অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বিজয়ীরাও ফেসবুকে তাদের বিজয়ের খবর নিশ্চিত করেন। প্রায় দেড় হাজার মানুষের সামনে বিতর্ক করে এই জয় পায় তারা।
দুই শিক্ষার্থীর বিশ্বজয়
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review