শিক্ষাবিষয়ক বাংলা কমিউনিটি ব্লগ লেখাপড়াবিডি ( www.lekhaporabd.com ) আজ দ্বিতীয় বছরে পা রাখলো। “হাতের মুঠোয় লেখাপড়ার সকল তথ্য” স্লোগানে ২০১৪ সালের ৩১ আগস্ট থেকে যাত্রা শুরু করে সাইটটি।
জনপ্রিয় সাইটটি নিয়মিত ভর্তি তথ্য, শিক্ষা সংবাদ, পরীক্ষার ফলাফল, পরীক্ষার সময়সূ্চি, শিক্ষাবৃত্তির তথ্য, বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য, ই-বুক, সিলেবাস, শিক্ষাবিষয়ক টিপস, সাজেসনসহ দরকারি তথ্য প্রকাশ করছে।
সাইটটির প্রতিষ্ঠাতা আল মামুন মুন্না বলেন, “লেখাপড়াবিডি.কম থেকে বাংলাদেশের সব স্তরের শিক্ষা সম্পর্কিত তথ্য পাওয়া যায়। দেশের সব স্তরের শিক্ষার্থী ও শিক্ষকদের অনলাইনে সম্মিলিত করে শিক্ষা সংক্রান্ত দরকারি তথ্য সেবা নিশ্চিত করাই এ সাইটের মূল উদ্দেশ্য ।”
যশোরে সাইটটির সদস্যরা কেক কেটে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।
দ্বিতীয় বছরে পা রাখলো লেখাপড়াবিডি
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review