নতুন তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন

সম্প্রতি প্রতিষ্ঠা করা নতুন ছয়টি সরকারি মেডিকেল কলেজের মধ্যে তিনটির নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সিরাজগঞ্জ মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে করা হয়েছে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর মেডিকেল কলেজের নাম শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নোয়াখালী মেডিকেল কলেজের নাম আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ রেখে নতুনভাবে নামকরণ করা হয়েছে।

নতুন মেডিকেল কলেজগুলো আসন্ন শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করবে।