২০১৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক দেওয়া হবে। এর জন্য বই ছাপার কাজও প্রক্রিয়াধীন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।
প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিতসহ আবশ্যিক বিষয়গুলো একই মানের হবে। এ বিষয়গুলো বাংলামাধ্যম ছাড়াও মাদ্রাসা ও ইংরেজিমাধ্যমের শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকবে বলে জানানো সংবাদ বিজ্ঞপ্তিতে। এসব বিষয়ের পরীক্ষায় অভিন্ন পদ্ধতিতে নম্বর বণ্টন করা হবে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24