নতুন ৪ মেডিকেল কলেজ চালু হচ্ছে, এ বছরই ভর্তি
দেশে নতুন আরো চারটি মেডিকেল কলেজ চালু হতে যাচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী সম্পতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। গনমাধ্যমকে তিনি জানান, ইতোমধ্যে মেডিকেল কলেজ নির্মাণের অবকাঠামোগত কাজ শুরু হয়েছে। চলতি বছর অর্থাৎ ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই নতুন অনুমোদিত ৪ মেডিকেল কলেজে ২৫০ শিক্ষার্থী ভর্তি হতে পারবে।
নওগাঁ, নেত্রকোনা, মাগুরা ও নীলফামারী জেলায় এই নতুন ৪ মেডিকেল কলেজ স্থাপিত হবে। এছাড়া চাঁদপুরে আরেকটি মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। অনুমোদন পেলে সেটির নির্মাণ কাজও শুরু হবে।
এদিকে, নতুন ৪ মেডিকেল কলেজ স্থাপনে সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে অনলাইনে ভর্তির আবেদন গ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২৭/৮/২০১৮ তারিখের পরিবর্তে ৩১/৮/২০১৮ তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখ রাত ১১.৫৯টা।