বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নিয়োগ ২০২২ সার্কুলার (বি-২০২২ ব্যাচ) ( নতুন / সংশোধিত ) প্রকাশ করেছে। আবেদন করতে হবে অনলাইনে ১৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ ২০২২ তারিখের মধ্যে।
শুধু পুরুষ প্রার্থীরাই বি-২০২২ ব্যাচে নাবিক ও এমওডিসি পদের চাকরির আবেদনের সুযোগ পাবেন।
নৌবাহিনীতে নিয়োগ ২০২২
প্রতিষ্ঠান / বাহিনী : | বাংলাদেশ নৌবাহিনী |
পদের নাম : | নাবিক ও এমওডিসি (নৌ) |
শাখা : | ডিই/ইউসি, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ), কুক ও স্টুয়ার্ড, টোপাস |
বয়স : | ১৭-২২ বছর |
আবেদনের তারিখ : | ১৭-২-২০২২ থেকে ৭-৩-২০২২ |
আবেদনের লিংক : | https://joinnavy.navy.mil.bd |
নাবিক ও এমওডিসি নিয়োগ যোগ্যতা
- ১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) শাখা : এসএসসি/সমমান , বিজ্ঞান বিভাগে ৩. ৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত থাকলে এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইন্সস্টিটিউট থেকে এ-গ্রেড থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
- ২. মেডিকেল শাখা : জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান – জিপিএ ৩.৫ (ন্যূনতম)।
- ৩. পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমওডিসি (নৌ) : এসএসসি/সমমান জিপিএ-৩.০ (ন্যূনতম)।
- ৪. কুক ও স্টুয়ার্ড শাখা : এসএসসি/সমমান জিপিএ ২.৫ (ন্যূনতম)।
- ৫. টোপাস : ৮ম শ্রেণি পাস।
শারীরিক যোগ্যতা
১। সিম্যান(পুরুষ) এর ক্ষেত্রে উচ্চতা ৫-৬ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি
২। পেট্রোলম্যান এর ক্ষেত্রে উচ্চতা ৫-৮ ইঞ্চি, বুকের মাপ (৩০-৩২) ইঞ্চি
৩। অন্যান্য শাখার ক্ষেত্রে (কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড ও টোপাস উচ্চতা ৫-৪ ইঞ্চি, বুকের মাপ(৩০-৩২) ইঞ্চি (পুরুষ) ও উচ্চতা ৫-২ ইঞ্চি, বুকের মাপ(২৮-৩০)ইঞ্চি (মহিলা)
৪। এমওডিসি (নৌ) (পুরুষ) উচ্চতা ৫-৬ ইঞ্চি
বয়স ও অন্যান্য যোগ্যতা
১। বয়সসীমা ১৭-২২ বছর (১ জুলাই ২০২২ তারিখ অনুযায়ী)
২। সাঁতার জানা বাধ্যতামূলক।
৩। অবিবাহিত হতে হবে। তবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়।
বেতন ও অন্যান্য সুবিধা
১। সশস্র বাহিনীর বেতন অনুযায়ী বেতনক্রম অনুযায়ী মাসিক বেতন ও অন্যান্য ভাতা এবং সরকারি অন্যান্য সুবিধা প্রদান করা হবে নিয়োগপ্রাপ্তদের।
নাবিক ও এমওডিসি পদে আবেদন
বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ মার্চ ২০২২।
নাবিক ও এমওডিসি পদে নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ (বি-২০২২) – Bangladesh Navy sailor & modc job circular 2022 (B-2022 Batch)
Advertisement source : Bangladesh Protidin, 8-3-2022
>> সরকারি-বেসরকারি, সামরিক বাহিনী, ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি ও দরকারি তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন : https://edudaily24.com/chakri
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24
সবাই দোয়া করবেন।।
সবাই দোয়া করবেন আমার জন্য