বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ (বি-২০২১ ব্যাচ) প্রকাশ করেছে। ২২ জানুয়ারি ২০২১ তারিখে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
৫টি শাখায় জনবল নিয়োগ দেওয়া হবে। ৪টি শাখায় এসএসসি পাস, আর ১টি শাখায় ৮ম শ্রেণি পাস হলে আবেদন করা যাবে।
প্রার্থীর বয়স ১৭ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে (১ জুলাই ২০২১ তারিখের হিসাবে)।
অনলাইনে আবেদনের লিংক : www.joinnavy.navy.mil.bd
আবেদনের শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২১।
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১ তারিখে বাংলাদেশ নৌবাহিনী পৃথক আরেক বিজ্ঞপ্তি জানিয়েছে, বি-২০২১ ব্যাচের নাবিক ও এমওডিসি (নৌ) নিয়োগ কার্যক্রম আগামী ৭, ৯, ১১, ১৩ ও ১৬ এপ্রিল ২০২১ তারিখে বানৌজা তিতুমীরের (খালিশপুর, খুলনা) পরিবর্তে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
এ সকল সদস্যদের মূল কাজ হলো সেন্ট্রি ডিউটি করা। নৌবাহিনীর সদস্যরা অনেক সময় বড় লম্বা ধরনের মিশনে যায় ওই সময়টাতে এমওডিসি সদস্যগণ নৌবাহিনীর ঘাঁটি স্থাপনা, অফি্ অফিস কোয়াটার , তাদের বাসা দেখাশোনা ও নিরাপত্তার দায়িত্ব পালন করে।
এমওডিসির কাজ কী?
এমওডিসি সদস্যদের মূল কাজ হলো সেন্ট্রি ডিউটি করা। এমওডিসি সদস্যরা নাবিকদের মতো সব সুবিধা যেমন- রেশন, সরকারি বাসা, ইউনিফর্ম পেলেও বেতনের ক্ষেত্রে সমপদবীর নাবিকের চেয়ে এক ধাপ নিচে বেতন পান।
নৌবাহিনীতে চাকরির সুযোগ – Bangladesh Navy Sailors & MODC Job Circular 2021 (2021-B batch) :

>> সরকারি-বেসরকারি, সামরিক বাহিনী, ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি ও দরকারি তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন : https://edudaily24.com/chakri