চাকরির খবর

পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ pdf [সহকারী সচিব/সহকারী পরিচালক mcq solution]

পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ [সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)] এখানে দেওয়া হয়েছে। গত ২০ জানুয়ারি ২০২৩ তারিখে এই দুই পদের লিখিত পরীক্ষা (MCQ) অনুষ্ঠিত হয়েছে। এই নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সংখ্যা ছিল ৮০টি।

আরো দেখুন : লাইন ক্রু পদের পরীক্ষার সমাধান ২০২৩

পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষা ২০২৩

নিয়োগ কর্তৃপক্ষ :বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (BREB)
পদের নাম :সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন)
লিখিত পরীক্ষার (MCQ) তারিখ :২০ জানুয়ারি ২০২৩
এমসিকিউ ফলাফল প্রকাশ :ঘোষণা হয়নি
অফিসিয়াল ওয়েবসাইট :http://www.reb.gov.bd
পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরীক্ষা ২০২৩

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২৩ [সহকারী সচিব/সহকারী পরিচালক mcq solution]

  • নিয়োগ পরীক্ষা : বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের MCQ পরীক্ষা ২০২৩
  • পদের নাম : সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) 
  • পরীক্ষার তারিখ : ২০-০১-২০২৩

Bangladesh palli bidyutayon board exam question solution 2023 / BREB question solution 2023

  • ১। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?  উত্তরঃ পুন্ড্র নগর
  • ২। অবিভক্ত প্রাচীন বাংলায় সর্বপ্রথম রাজা কে ছিলেন? উত্তরঃ শশাঙ্ক
  • ৩। কীসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল? উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদ
  • ৪। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেন? উত্তরঃ কৃষি, সমবায় ও স্থানীয় সরকার
  • ৫। ঐতিহাসিক ‘ছয় দফা’ কে কীসের সঙ্গে তুলনা করা হয়? উত্তরঃ ম্যাগনাকার্টা
  • ৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়- উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২
  • ৭। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? উত্তরঃ সপ্তম
  • ৮। মুজিবনগর সরকার গঠিত হয় কবে এবং শপথ গ্রহণ করে কবে? উত্তরঃ ১০ এপ্রিল  ও ১৭ এপ্রিল
  • ৯। বাংলাদেশের জাতীয় দিবস….. উত্তরঃ ২৬ মার্চ
  • ১০। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? উত্তরঃ ১৩৬তম

  • ১১। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা বাংলাদেশে কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? উত্তরঃ প্রধানমন্ত্রী
  • ১২। কোন আন্তর্জাতিক ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে Poet of Politics হিসেবে অভিহিত করেছিল? উত্তরঃ Newsweek
  • ১৩। কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? উত্তরঃ প্রথম ৪টি চরণ
  • ১৪। UNESCO কোন তারিখে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯
  • ১৫। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন- উত্তরঃ অ্যাটর্নি জেনারেল

  • ১৬। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কোন সালে? উত্তরঃ ১৯৫৫ খ্রিস্টাব্দে
  • ১৭। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরের অধীনে? উত্তরঃ ১০ নং সেক্টর
  • ১৮। বাংলায় ‘ছিয়াত্তরের মনন্তর’ এর সময়কাল…… উত্তরঃ ১৭৭০ সাল
  • ১৯। বাংলার কোন সুলতানের আমলকে স্বর্ণযুগ বলা হয়? উত্তরঃ আলাউদ্দিন হুসেন শাহ
  • ২০। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? উত্তরঃ ২৩ জুন, ১৭৫৭ সাল

  • ২১। মৃত্তিকা দিয়ে তৈরি কথাটি সংকোচন করলে হবে- উত্তরঃ মৃন্ময়
  • ২২। জিজীবিষা শব্দের অর্থ কী? উত্তরঃ বেঁচে থাকার ইচ্ছা
  • ২৩। চিকিৎসাশাস্ত্র কোন সমাস? উত্তরঃ কর্মধারয়
  • ২৪। অভাব অর্থে ব্যবহৃত কোন উপসর্গটি? উত্তরঃ আলুনি
  • ২৫। যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়…এটি কোন ধরনের বাক্য? উত্তরঃ জটিল বাক্য
  • ২৬। উর্ণনাভ শব্দটি দিয়ে বুঝায়- উত্তরঃ মাকড়সা
  • ২৭। Custom শব্দের বাংলা পরিভাষা কোনটি? উত্তরঃ প্রথা
  • ২৮। বাংলা সনেটের প্রর্বতক কে? উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
  • ২৯। He parted………his friends in tears. উত্তরঃ from
  • ৩০। As the sun……..I decided to go out. উত্তরঃ was shining

  • ৩১। The synonym of ‘resentment’ is……. উত্তরঃ Indignation
  • ৩২। Three-fourths of the work……….finished. উত্তরঃ has been
  • ৩৩। Shakespeare is mostly famous for his……উত্তরঃ plays
  • ৩৪। ‘By and large’ means– উত্তরঃ mostly
  • ৩৫। He could not win but learnt a lot. Which parts of speech is the word ‘but’? উত্তরঃ a conjunction
  • ৩৬। ‘September on Jessore Road’ was written by- উত্তরঃ Allen Ginsberg
  • ৩৭। ‘Panacea’ means– উত্তরঃ cure all
  • ৩৮। He gave up — football when he got married. উত্তরঃ playing
  • ৩৯। ০১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত? উত্তরঃ ২৫
  • ৪০। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? উত্তরঃ ৫%

  • ৪১। বার্ষিক ১০% মুনফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? উত্তরঃ ৯৬৮ টাকা
  • ৪২। ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? উত্তরঃ ৩৩টি
  • ৪৩। .১ x ৩.৩৩ x ৭.১ = ? উত্তরঃ ২.৩৬
  • ৪৪। দুইটি সংখ্যার অনুপাত ২:৩ এবং গ.সা,গু ৪ হলে, বৃহত্তর সংখ্যাটি কত? উত্তরঃ ১২
  • ৪৫। ১৭ সেমি, ১৫ সেমি ও ৮ সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে- উত্তরঃ সমকোণী ত্রিভুজ
  • ৪৬। যদি a+b = 2, ab = 1 হয়, তবে a ও b এর মান কত? উত্তরঃ 1,1
  • ৪৭। দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুণফল 432 হলে বড় সংখ্যাটি কত? উত্তরঃ 36
  • ৪৮। 0,1,2 ও 3 দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? উত্তরঃ ২১৮৭
  • ৪৯। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবারহ নিশ্চিতে কথা বলা হয়েছে? উত্তরঃ ১৬
  • ৫০। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রীর নাম কী? উত্তরঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • ৫১। SDG’র কত নম্বর Goal এ ‘সাশ্রয়ী, নির্ভরযোর্গ্য, টেকসই ও আধুনিক বিদ্যুৎ সরবারহ’ এর কথা বলা হয়েছে?উত্তরঃ Goal-07
  • ৫২। বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বুঝায়- উত্তরঃ এক কিলোওয়াট ঘণ্টা
  • ৫৩। বাংলাদেশে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সরবারহ করা হয়? উত্তরঃ সন্দ্বীপ
  • ৫৪। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
  • ৫৫। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি বিদ্যুৎ…… উত্তরঃ বিতরণকারী সংস্থা
  • ৫৬। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে বাংলাদেশের শতভাগ জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ঘোষণা প্রদান করেন? উত্তরঃ ২১ মার্চ ২০২২
  • ৫৭। বিদ্যুৎ আবিষ্কারের সঙ্গে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে?  উত্তরঃ দ্বিতীয়
  • ৫৮। কোনটি অপারেটিং সিস্টেম নয়? উত্তরঃ C
  • ৫৯। নিচের কোনটি Open Source Software? উত্তরঃ Google Chrome
  • ৬০। নিচের কোন Protocol টি ইন্টারনেট এর মাধ্যমে তথ্য আদান-প্রদানের নিরাপত্তা নিশ্চিত করে? উত্তরঃ HTTPS

  • ৬১। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? উত্তরঃ ৫০%
  • ৬২। নিচের ধারার শেষ সংখ্যাটি কত হবে? উত্তরঃ ২৪৩
  • ৬৩। কোনটি তার বিহীন দ্রুত গতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? উত্তরঃ Wi-MAX
  • ৬৪। Computer থেকে Computer এ তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়– উত্তরঃ Internet
  • ৬৫। নিচের কোন উক্তিটি সঠিক–  উত্তরঃ ১ কিলোবাইট = ১০২৪ বাইট
  • ৬৬। বিশ্ব পরিবেশ দিবস কবে? উত্তরঃ ৫ ‍জুন
  • ৬৭। SDG এর Goal মোট কয়টি এবং Target কয়টি? উত্তরঃ 17টি এবং 169টি
  • ৬৮। ‘Black Lives Matter’ কী? উত্তরঃ বর্ণবাদ বিরোধী আন্দোলন
  • ৬৯। জাপোরিঝিয়া পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত? উত্তরঃ ইউক্রেন
  • ৭০। নিচের কোনটি ‘Bretton Woods Institutions’ এর অন্তর্ভুক্ত?উত্তরঃ IMF

  • ৭১। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেছে কোন দেশ? উত্তরঃ গাম্বিয়া
  • ৭২। স্টিফেন হকিন্স ছিলেন বিশ্বের একজন অতিশয় বিখ্যাত– উত্তরঃ পদার্থবিদ
  • ৭৩। নিচের কোনটি ‘Green House Gas’ নয়? উত্তরঃ অক্সিজেন
  • ৭৪। ‘Belt and Road Initiatives (BRI)’ এর প্রস্তাব করেছে কোন দেশ? উত্তরঃ চীন
  • ৭৫। স্বাধীনতা পুরস্কার ২০২২ প্রাপ্ত কোনটি? উত্তরঃ বিদ্যুৎ বিভাগ
  • ৭৬। পায়রা থার্মাল পাওয়ার প্ল্যান্ট এর মোট উৎপাদন ক্ষমতা কত? উত্তরঃ ১৩২০ মেগা ওয়াট
  • ৭৭। Ultra Super Critical Technology ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ পৃথিবীতে কত তম দেশ?  উত্তরঃ ১৩তম
  • ৭৮। নিচের কোনটি বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি? উত্তরঃ পিজিসিবি
  • ৭৯। কোনটি বায়ুর উপাদান নয়? উত্তরঃ ফসফরাস
  • ৮০। The very first English Dictionary was compiled by– উত্তর : ‍Samuel Johnson
5/5 - (1 vote)

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button